সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করা হয়েছে অনেক আগেই। এর মধ্যে এই উপজেলায় ৩ টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। যা থাকে এলাকাভিত্তিক কৌটায় ফেঞ্চুগঞ্জ ২০ শতাংশ বিদ্যুৎ পাওয়ার কথা। যেহেতু ফেঞ্চুগঞ্জ উপজেলার ভিতরেই উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা।
কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত লোডশেডিং এর বিপরীতে রয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ সহ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা।
জানা যায়, লোডশেডিং এর সিডিউল অঅনুযায়ী বিদ্যুৎ নেওয়া হয়না। এমন এক সময় বিদ্যুৎ চলে যায় যখন শিক্ষার্থীরা লেখাপড়া করবে আবার বিদ্যুৎ নিচ্ছে রাত ১২ টার পরে। স্থানীয় ফেঞ্চুগঞ্জ উপজেলার এক বাসিন্দা জানান, সকালে বিকালে সন্ধ্যা এবং রাতে মোট ৪ বার লোডশেডিং হয়। কিন্তু উল্লেখিত লোডশেডিং এর তালিকা খুজে দেখা যায় ভিন্ন কিছু। এলাকাভিত্তিক লোডশেডিং এর তালিকা থাকলেও তা মানছেন না কতৃপক্ষ।
এ ব্যাপারে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এজিএম মাহমুদুল হাসান জানান, আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিচ্ছি। উৎপাদন ঘাটতি থাকায় অনেক জায়গায় মাঝে মাঝে লোডশেডিং বেশি হচ্ছে। কিন্তু উৎপাদন না বাড়লে সংকট সমাধান সম্ভব নয় বলে তিনি জানান।