সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের হাজী নুরুল হক ফারুকের বাড়ি থেকে ২৫ শে মার্চ গভীর রাতে বাড়ির রারান্দা থেকে তালা ভেঙে একটি হিরো ইগনিটর মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চুরচক্র। গাড়িটির প্রকৃত মালিক নুরুল হক ফারুকের পূত্র এহসানুল হক। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সিলেট হ-১৫২১৯৭ এবং গাড়িটি লাল রঙের।
বাড়ির বাসিন্দারা জানান, গতকাল রাতে যথাযথ দিনের মত তারা বারান্দায় গাড়িটি রেখে ঘুমাতে যান। রাতে নামাজের জন্য ঘুম থেকে উঠলে দেখা যায় গাড়িটি সেখানে নেই। পরবর্তীতে আশপাশে খোজে দেখা যায় বাড়ির গেইটের সামনে চারটি কাপড় (চোখ বানানো মুখোশ) এবং একটি লাঠি পাওয়া যায়। তাদের ধারণা অনুযায়ী চারজন ব্যক্তি এই চুরির সাথে জড়িত ছিল। যদি কোন ব্যক্তি গাড়িটির সন্ধ্যান পান তাহলে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মুবাইল নাম্বার – ০১৭২২২৬৫৬৩৩, ০১৭৪৬২০১৭৩৮
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।