ত্যাগ সংযম ও শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির শিক্ষা আমাদের ত্যাগের শিক্ষা দেয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ বিদেশের সকল মুসলমান সহ ফেঞ্চুগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা মো. বদরুদ্দোজা।
তিনি এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। আমাদের জন্য আল্লাহ কি ভাল এবং কি মন্দ তা বিবেচনা করার জন্য এই কুরবানির। এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের বার্তা দিয়েছেন যে আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি।
আরও বলেন – পবিত্র ঈদুল আজহা হল কুরবানির এক শিক্ষা। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কত প্রাণ বিলিয়ে দেই। হোক তা পশুর প্রাণ। ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আজহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য।
তিনি বলেন – এই করোনার মহা সংকট সময়ে আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইবোনকে আহবান জানাব আপনারা স্যাস্থবিধি মেনে ঈদের নামাজ আদায় করবেন এবং সবার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন – সরকারের নির্দেশনা অনুযায়ী আপনারা ঈদ পালন করবেন এবং আমরা যেন একে অন্যের সহযোগিতায় সব সময় কাছে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করি।
পরিশেষে তিনি তার নিজ নির্বাচনী এলাকার (ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন) সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।
বিজ্ঞপ্