ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক,জালাল আহমদ ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জুবের সনির পিতা ফিরোজ আলী (মেম্বার) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন
সোমবার সকাল ৫ঃ৩০ মিনিটের সময় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
মরহুমের জানাযার নামাজ (আজ বেলা ২ ঘটিকায়) মাইজগাঁও শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
ফিরোজ আলী মেম্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রকির মন্টু।
তিনি এক শোক বার্তায় উল্লেখ করেন – ফিরোজ আলী মেম্বারের ইন্তেকালে আমি অত্যন্ত ব্যথীত হয়েছি। তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন প্রবীন আদর্শবান ব্যক্তিকে হারালাম।
আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
বিজ্ঞপ্তি