বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসা সেবা দিতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠে আছি। পাশাপাশি আমার ব্যক্তিগত উদ্যোগেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি। মানুষ বর্তমানে চিকিৎসা সহ বিভিন্ন সংকটে রয়েছে। এজন্য আমি প্রতিদিন সিলেটের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রেখেছি। আজও তারই ধারাবাহিকতায় সিলেটের ফেঞ্চুগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য বিতরণ করেছি।
তিনি আরও বলেন – বন্যা পরবর্তী মানুষের চিকিৎসা সেবা দিতে আমি প্রস্তুতি গ্রহণ করেছি। আশাকরি এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।
তিনি আজ বুধবার ৬ জুলাই সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করার সময় তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, ডা. জুয়েল আহমেদ সহ বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।