সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব-কে সংবর্ধনা প্রদান করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার জনগণ।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে সিবিএ’র সাবেক সভাপতি সালেহ আহমেদ এর বাড়িতে সৌজন্য সাক্ষাতের সময় এলাকাবাসীর পক্ষে সংবর্ধনা প্রদান করেন যুবলীগ কর্মী মোহাম্মদ বিন হিরো।
এ সময় স্থানীয় হাবিবুর রহমান হাবিব নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
যুবলীগ কর্মী মোহাম্মদ বিন হিরো বলেন, আমরা নিজামপুর এলাকাবাসী গর্বিত যে জননেতা হাবিবুর রহমান হাবিব আমাদের এলাকায় এসেছেন। এবং আমি আশাকরি তিনি বিজয়ী হলে আমাদের এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।