সিলেট ৩ আসনের উপ-নির্বাচন কে কেন্দ্র করে নির্বাচনে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু।
কিন্তু দলের সিদ্ধান্ত হাবিবুর রহমান হাবিব কে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ায় তিনি জানান, বরং আমি আনন্দিত হব যদি এই আসনে নৌকা বিজয়ী হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে নৌকার হয়ে সিলেট ৩ আসনে তার অনুসারী সহ আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানালেন তিনি।
তিনি বলেন, আমি একজন আওয়ামীলীগের সাধারণ কর্মী হিসেবে মনে করি সিলেট ৩ আসন নৌকার একটি ঘাটি। আর এই ঘাটি সুরক্ষিত রাখতে হলে আমরা যে ২৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছিলাম সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে হবে। দলের সিদ্ধান্তকে আমি সবসময় স্বাগত জানাই এবং যেহেতু আমার নেত্রী হাবিবুর রহমান হাবিব কে এই আসনে উপযুক্ত মনে করেছেন সেজন্য আমি নেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী হাবিবুর রহমান হাবিব কে বিজয়ী করার জন্য কাজ করে যাব।
পাশাপাশি তিনি প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কে স্বরণ করে বলেন, সামাদ চৌধুরী একজন যৌগ্য নেতা ছিলেন ফেঞ্চুগঞ্জ সহ সিলেটের মানুষের জন্য। কিন্তু তার হঠাৎ মৃত্যু আমাদের জন্য এক বিশাল ক্ষতি। তাই সিলেট ৩ আসনে আওয়ামীলীগকে আবারও নৌকা প্রতীক কে বিজয়ী করে প্রমাণ করতে হবে সিলেটের মাটি আওয়ামীলীগের একটি শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত।
তিনি আজ শুক্রবার ফেঞ্চুগঞ্জে তার নিজ বাসভবনে ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ – দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে মো. শাহ নেওয়াজ এর পরিচালনায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামিলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জালালাবাদ /৪৬৭৮৫