আর্তসামাজিক-মানবিক সংঘটন নূরে মদিনা হ্যান্ডেসের উদ্দ্যেগে ছাতকের লাকেশ্বর বাজারে (২০/১১/২০২১)রোজ শনিবার অর্থিক স্ববাবলম্বী করার লক্ষে দুটি গরিব ও অস্বচ্ছ পরিবারে মধ্যে দুটি ছাগল বিতরণ করা হয়।এ সময় উপস্হিত ছিলেন বড় পলির গাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাও. এলখাছুর রহমান,বড় পলির গাঁও জামে মসজিদের খতিব মাও.আলমাছ আলী,নূরে মদিনা সমাজ কল্যাণ সংস্হার সাবেক সভাপতি মাও.খলিলুর রহমান(লাল),মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজলুজ্জামান(দুদু) মাও.মর্তুজ আলী,তরুণ সমাজকর্মী তারেক আহমদ চন্দন,আল মদিনা একাডেমির সহকারী শিক্ষক ও নূরে মদিনা সমাজ কল্যাণ সংস্হার সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক হাফিজ উদ্দীন,নূরে মদিনা সমাজ কল্যাণ সংস্হার ক্যাশিয়ার দোলাল আহমদ,সদস্য ছাদিক মিয়া,কামাল আছমদ, সুরুজ আলী।এ ছাড়া আরো অনেকে উপস্হিত ছিলেন।
সকলে-ই নূরে মদিনা হ্যান্ডেসের উত্তরউত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আর্তসামজিক কাজে তরুণদের এগিয়ে আসান আহ্বান জানান।