পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত মুসলিম ভাইবোন সহ ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও তরূণ সমাজসেবক এবং সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মশিউর রহমান রিপন।
ভিডিও লিংক- https://www.facebook.com/kushiyaratv.bd/videos/498956771954021/?app=fbl
তিনি সংবাদমাধ্যমে এক আলাপচারিতায় বলেন, আমি জনগণের দুয়ারে যেতে চাই? জনগণ আমার দুয়ারে আসতে হবে হবে। আমি জনসেবাকে আমার জীবনের লক্ষ্য হিসেবে বেচে নিয়েছি। সাধারণ জনগণ যদি আমাকে ভালবাসে তাহলে আমি তাদের সেবায় আমার জীবন কাটাতে চাই। সুদূর প্রবাস ছেড়ে নিজ এলাকায় আছি মাটি ও মানুষের টানে। এই টান যেন আমাকে মানুষের নিকট আরও দ্রুত পৌঁছে দেয়।
তিনি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
ঈ দ মো বা র ক