দারুল ক্বিরাতের খেদমতের সবাইকে এগিয়ে আসতে হবে : শাহ হোসাইন মোহাম্মদ বাবু
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক ও হাটুভাঙ্গা আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতি শাহ হোসাইন মোহাম্মদ বাবু বলেছেন, আল্লামা ফুলতলী র. এর রেখে যাওয়া কুরআনের খেদমত হচ্ছে দারুল ক্বিরাত। এর মাধ্যমে শিশু এবং যুবকরা সহীহ কেরাত এবং কুরআনের চর্চা করতে পারছে৷ এজন্য দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট যেখানে কেন্দ্র রয়েছে সেখানে সেই কেন্দ্রের দেখবাল করা আল্লামা ফুলতলী র. অনুসারীদের দায়িত্ব।
তিনি আরও বলেন – বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়নের জন্য দারুল ক্বিরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা এর মাধ্যমে শুধু ধারাবাহিক শিক্ষা নয় ছাত্রদের নৈতিক শিক্ষাও দেওয়া হয়।
তিনি আজ (বৃহস্পতিবার) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা আলিম মাদরাসা শাখা কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা শাহজাহান আহমদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ক্বারী মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুস সালাম, সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, ক্বারী আব্দুস সামাদ, আব্দুল মালিক, নোমানুল হক, জাহির আহমদ, প্রমুখ।
অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা।