দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত শাখা কার্ডিফ জালালিয়া মসজিদের স্পেশাল কিরাত ও তাজবীদ কোর্স দারুল কিরাত -২০২২ এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ আগস্ট অনুষ্ঠিত হয়।
দারুল কিরাত কমিটির চেয়ারম্যান বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আব্দুল মজিদ সাহেবের সভাপতিত্বে, কার্ডিফ বাংলা অনলাইনের এডিটর ও শাখার শিক্ষক ক্বারী মোঃ মোজাম্মেল আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন – আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ,ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট শেখ আনোয়ার, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব, শাখার নাজিম ও প্রধান ক্বারী মাওলানা আব্দুল মুক্তাদির, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর চেয়ারম্যান কমিউনিটির বিশিষ্ট মুরব্বি কাপ্তান মিয়া ও সাধারণ সম্পাদক হারুন তালুকদার, ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মকিস মনসুর, মসজিদ কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহিবুর ইসলাম ও অন্যতম সদস্য আব্দুল শাহিন, দারুল কিরাতের লাইফ মেম্বার আলমগীর আলম সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন – আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সেক্রেটারি আনসার মিয়া,জালালিয়া মসজিদ কমিটির অন্যতম সদস্য খলিলুর রহমান ও পারভেজ, আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, হাফিজ নুর উদ্দিন, শাখার শিক্ষক মাওলানা মিনহাজ আহমদ, হাফিজ ইমরান,ক্বারী জামি চৌধুরী।
জামাতে সুরা থেকে ছালিছ পর্যন্ত কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট,মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবক গন।
সভায় বক্তারা বলেন, দারুল কিরাত কোর্স কুরআন শরীফ সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াত শেখার এক অন্যতম প্রতিষ্ঠান।এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে আমাদের বাচ্চাদের কুরআন তেলাওয়াত সুন্দর হচ্ছে। ভবিষ্যতে এই কোর্সে আপনাদের সকলের সন্তানদের পাঠানোর অনুরোধ করা হয়।
বক্তারা দারুল কিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক ও কমিউনিটির সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নব প্রজন্মের সন্তানদের ইসলামী শিক্ষার জন্য একটি উইকেন্ড মাদ্রাসা প্রতিষ্ঠার দাবি করেন।
সভায় মোনাজাত পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ট্রেজারার ও দারুল কিরাতের লাইফ মেম্বার ক্বারী শাহ তসলীম।
সভায় উপস্থিত সকলের জন্য মসজিদ কমিটির সেক্রেটারি আফজাল খান মিতু ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহিবুর ইসলামের সৌজন্যে মজাদার খাবার পরিবেশন করা হয়।
এদিকে দারুল কিরাতের সার্বিক উন্নয়নে একশ পাউন্ড ডুনেশন করে প্রায় ৫০ জন লাইফ মেম্বার শীপ গ্রহণ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাখার নাজিম মাওলানা আব্দুল মুক্তাদির ও এসিস্ট্যান্ট নাজিম হাফিজ মাওলানা ফারুক আহমদ।