তিনি ছিলেন একটি সুন্দর সমাজ গড়ার কারিগর : আব্দুল আউয়াল কয়েস
ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সদস্য, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার জালালী বৃহস্পতিবার ইন্তেকাল হইয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন
মরহুমের জানাযার নামাজ আজ রাত ৯ ঘটিকার সময় ঘিলাছড়া শাহ সৈয়দ আলী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা পরিষদের সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস।
তিনি এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন – একটি সুন্দর সমাজ বিনির্মানে একজন আদর্শ শিক্ষক প্রয়োজন হয়। তিনিই সেই ব্যক্তি যিনি আজীবন সুন্দর সমাজ গড়ার জন্য কাজ করেছেন।
তিনি আরও বলেন, আব্দুস সাত্তার ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি আজীবন মহান পেশা শিক্ষকতায় লিপ্ত ছিলেন। তিনি ছিলেন অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী গড়ার কারিগর। তার মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ জুড়ে এক বিরাট শোকের ছায়া নেমে এসেছে।
আমরা তাহার আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সাথে শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।