ফেঞ্চুগঞ্জে তালামীয নেতা ফয়সল – টিটু’র স্বরণসভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক শাহ হোসাইন মোহাম্মদ বাবু বলেছেন, তালামীয একটি আদর্শবাহী সংগঠন। তালামীয কর্মীরা কখনো অন্য কর্মীদের ভূলে যায় না। তালামীয করলে যে একজন পূর্ণ আদর্শবান মানুষ হওয়া যায় তার প্রকৃত উদাহরণ মরহুম হোসাইন মোহাম্মদ ফয়ছল।
তিনি আরও বলেন, আমরা ইহকালের সমস্ত লোভ লালসা ত্যাগ করে পরকালের জন্য মুক্তির পথ খুজব। এটাই আমাদের প্রিয় নবীর দেখিয়ে দেওয়া আদর্শ। এক কথায় কীর্তিমানের মৃত্যু নেই।
তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম হোসাইন মোহাম্মদ ফয়ছল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম বেলাল আহমদ টিটু ও নিজামপুর আঞ্চলিক শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২৬ জানুয়ারি বুধবার বিকেলে ফরিদপুর নয়াবাজার ইউনিয়ন তালামীযের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আব্দুল্লাহ আল মাওসুফ, সিলেট জেলা পূর্ব তালামীযের সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুস, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জামিল আহমদ, মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আফতাব উদ্দিন।
এর পূর্বে মাইজগাঁও ইউনিয়ন তালামীযের সভাপতি আহমেদ শরীফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান নূর এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ এহসানুল হাসানের সঞ্চালনায় বিভিন্ন আঞ্চলিক শাখার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।