অতিবৃষ্টি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের ফেঞ্চুগঞ্জের দুইটি ইউনিয়ন যথাক্রমে উত্তর ফেঞ্চুগঞ্জ ও উত্তর কুশিয়ারা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল।
এই কেবল একটি রাস্তা দিয়েই যোগাযোগ ছিল পার্শবর্তী উপজেলা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের। কিন্তু সেই রাস্তা যখন কুশিয়ারা নদীর বাধ ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন থেকে মানুষের জীবন যাপন সহ গাড়ি তো প্রায় অসম্ভব।
এ বিষয়ে অনেক আশ্বাস সহ বিভিন্ন কথাবার্তা হলেও শেষমেশ এলাকার মানুষ – প্রবাসী বৃত্তশালী ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের পরামর্শে একাই যেন রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু।
স্থানীয় এলাকাবাসী বলছেন – চেয়ারম্যান নয় আমাদের মনের এক গভীরের মানুষ। তিনি কাদলেন। রাস্তায় পাথর দেওয়া সহ সকল কাজে সাধারণ মানুষের সাথে অংশ নিলেন। আজ বুধবার ২০ জুলাই রাস্তাটি প্রায় দুইমাস পরে মানুষ ও গাড়ি চলাচলের উপযোগী হয়। এই কাজে এমন ভূমিকা রাখায় এলাকায় প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান। এ বিষয়ে চেয়ারম্যান আহমেদ জিলু বলেন – আমি যথাসম্ভব চেষ্টা করেছি। আমি মানুষকে দেখাতে চেষ্টা করেছি চাইলেও সব সম্বব। রাস্তাটির যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় সস্থি ফিরেছে পূর্ব ইলাশপুর, কুতুবপুর, মলিক্কপুর, গঙ্গাপুর, সুলতানপুর, মানিককোনা, হাওরতলা, ফতেহপুর, মিরগঞ্জ, শেখপুর, মোকামবাজার, ভাদেশ্বর, ঢাকাদক্ষিন, গোলাপগঞ্জ সহ আশেপাশের এলাকার মানুষের।