হাসবে রোগী বাঁচলে প্রাণ, আমরাই করিব রক্তদান, এই শ্লোগানে উজ্ববিত হয়ে একঝাঁক তরুণদের সমন্বয়ে গঠিত সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ২৪ সদস্যের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা করেছেন প্রবাসী উদ্যোক্তা এস,এম আতিকুর রহমান। তিনি বলেন সেচ্ছাসেবী পরিবারের সকল সদস্য যেনো আন্তরিকতা ও নিষ্টার সাথে কাজ করে সংগঠনকে সফলতার সু-উচ্চ শিখরে পৌছাতে পারে। এ জন্য সকল সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং জালালাবাদ ইউনিয়ন এর সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
“পদ বা পদবী বড় কথা নয়,
সেচ্ছাসেবী আপনার বড় পরিচয়”
আমাদের সেচ্ছাসেবীরা রোগীর মুখে হাসি ফুটাতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সংগঠনকে তার লক্ষ্যে পৌছাতে নিরলসভাবে কাজ করবে।
কমিটির নির্বাচিত সকল সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সচ্ছতার সাথে পালন করবে বলে আমি আশাবাদী। পরিশেষে সবার সুস্থতাপূর্ণ সাফল্যময় জীবন প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
জালালাবাদ /৬৭৮৯