সিলেট ৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, জনগণের অভূতপূর্ব সাড়া আমাকে অনুপ্রাণিত করছে। এলাকার মানুষ আমাকে ভালবাসেন। আমি কোন প্রবাসী হাইব্রিড নয়। জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। জনগণ পাশে আছেন লাঙ্গলের বিজয় এবার সুনিশ্চিত ইনশাআল্লাহ।
আতিক বলেন, লকডাইন না থাকলেও আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এ জন্য সবাইকে নিজনিজ অবস্থান থেকে সচেতন হওয়ার অনুরোধ জানান আতিক।
শনিবার দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে আতিক এসব কথা বলেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- জাতীয়পার্টির কেন্দ্রীয় সদস্য হাজী তোফায়েল আহমদ, সিলেট জেলা জাতীয়পার্টির সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মইন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাসির আহমদ, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, জাতীয়পার্টি নেতা শাহ হাবিবুর রহমান, মিলন মেম্বার, নাজির আহমদ প্রমুখ।