সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন, নির্বাচিত সংসদ সদস্য জনগণের প্রতিনিধি। তারা কেন সমস্যা সমাধান করাতে সাংসদের কাছে বারবার যাবে। এলাকার সমস্যা সম্ভাবনা মোকাবেলা করা নির্বাচিত প্রতিনিধির কাজ। আমি এখন যেরকম জনগণের দুয়ারে ভোট চাইছি সেরকম নির্বাচিত হলেও প্রতিটি এলাকায় নিয়মিত খোজ খবর নিয়ে সমস্যা এবং সম্ভাবনা খোজে বের করব। আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ সিলেট ৩ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করব। কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান লক্ষ্য। এই করোনা ভাইরাসের কারনে বেকার হওয়া আমার এলাকার হাজার হাজার তরুণ মেধাবীদের কিভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে আমি কাজ করব।
তিনি আরও বলেন – গ্যাস আমরা সিলেটের মাটিতে উৎপাদন করি। তাহলে কেন আমরা সিলেটের মানুষ গ্যাস পাব না। আমি বিষয় নিয়ে সংসদে বিশেষ আইন অনুযায়ী কিভাবে ঘরে ঘরে গ্যাস পৌছানো যায় সে বিষয়ে কথা বলব। বিদ্যুৎ সংকট থাকবে না, আমি চেষ্টা করব অন্তত সব সময় যেন বিদ্যুৎ থাকে। আমি জনতার প্রতিনিধি হলে ঘরে বসে থাকব না। জনতার কাছে গিয়ে তাদের সমস্যা খোজে বের করব এবং তা সমাধানের চেষ্টা করব।
তিনি আজ মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট, পালবাড়ি , নয়াবাজার এবং কটালপুরে গণসংযোগ শেষে পৃথক পৃথক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।