ছাতকের গোবিন্দগঞ্জ টু লাকেশ্বরে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ যাত্রী ধর্মঘট চলছে।
যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে লাকেশ্বর পূর্বপাড়া,মাঝপাড়া,পশ্চিমপাড়া, বড় পলির গাঁও,ছোট পলির গাঁও,খিদ্রা,গোপান নগর,আনন নগর,গজাইল,কহল্লা, ছৈলা ও বুরাইয়ারর… হাজারো মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে প্রতিবাদ অব্যাহত রাখে এবং ধর্মঘট পালন করে।
সরজমিনে সকাল ১০ টায় লাকেশ্বর বাজারে গিয়ে দেখা যায় যাত্রীশূন্য সিএনজি স্ট্যান্ড।
যতদিন আমরা আমাদের যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে না-পারব এবং অতিরিক্ত ভাড়া না কমাতে পারব, আমরা আন্দোলন চালিয়ে যাবো।প্রয়োজনে বিকল্প রাস্তায় বেশি ভাড়া দিয়ে যাব, তবুও অন্যায়ের কাছে মাথা নত করবো না।এনমটা বলেন তরুণ প্রজন্মের বারিন্দ্র, চন্দন,,ফরিদ, মস্তফা,আছাব,উজ্জ্বল,সুজন,সেবুল,জামিল,
দিপক,জাহাঙ্গির,জাহেদ-সহ এলাকার অসংখ্য যুবক।খোঁজ নিয়ে জানা যায় মাত্র ৭/৮ কিলোমিটার সিএনজি রাস্তা ভাড়া ৩৫ টাকা আদায় করা হয়।সরকারি বিধি মোতাবেক ভাড়া ১২-১৫ টাকা ।গত ১১/০৬/২১ ই.তারিখে যাত্রী ও শ্রমিক দফায় দফায় বৈঠকে ৪০ টাকার ভাড়া ৩০ টাকা নির্ধারিত হয়।
কিন্তু গত শনিবার থেকে কাউকে না-জানিয়ে ড্রাইভাররা ৩৫ টাকা আদায় করে।