মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Logo
শিরোনাম :
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ওসমানী নগরে এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে জুতা মিছিল সিলেট জেলা পরিষদের নির্বাচনে আলোচনায় ‘কয়েস’ গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয়ে এনামুল কবিরের অপকর্ম সিলেটে তালামীযের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত “২৪ বছরে লংলা আধুনিক ডিগ্রি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত” কুয়েত প্রবাসী ৩ সংবাদকর্মীদের একান্ত মতবিনিময় ফেঞ্চুগঞ্জে আল মাহাব্বাহ হাফিজিয়া মাদরাসা ও মসজিদ উদ্বোধন ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মেম্বার প্রার্থী জনি আলোচনায় গোলাপগগঞ্জে সাংবাদিক রাসেলের পরিবারকে প্রাণনাশের হুমকি: থানায় জিডি রাজনগরে স্বামীর হাতে স্ত্রী খুন দারুল কিরাত কার্ডিফ জালালিয়া মসজিদ শাখার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান নাবিন রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের উদ্যোগে চা শ্রমিকদের অর্থ বিতরণ এসএমপি কমিশনারের সাথে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছাতকে সিএনজি ডাইভারের দৌরাত্ম্য, যাত্রীদের প্রতিবাদ সভা

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৭৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যাত্রী জিম্মি,অতিরিক্ত ভাড়া,এলাকাবসীর প্রতিবাদ সভা,ইউএনও বরাবর স্মারকলিপি ।

ছাতকে গোবিন্দগঞ্জ টু লাকেশ্বর বাজার রাস্তার ভাড়া নিয়ে ডাইভারের কাছে যাত্রী জিম্মি।মাত্র ৭ কিলোমিটার রাস্তার ভাড়া ৩৫ টাকা।সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া প্রতি কিলো ১.৭৫ পয়সা হিসাবে ভাড়া হয় ১২.২৫ পয়সা হয়,কিন্তু কোনো সরকারি নিয়মকানুন তোয়াক্কা না করে ৩৫ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।এ নিয়ে অটো শ্রমিক সমিতি ও জনতার দপায় দপায় বৈঠক হয়।গত ১১/০৬/২১ তারিখ বৈঠকের সর্বসম্মতভাবে ৩০ টাকা ভাড়া নির্ধারণ হয়।কিন্তু ১৫ দিনের মাথায় যাত্রীদের মতামত না নিয়ে শ্রমিকশ্রেণি জোরজবরস্তি করে ৩৫ টাকা ভাড়া আদায় করে।
এতে যাত্রীরা ক্ষুদ্ধ হন। এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।এ পরিপ্রেক্ষিতে বৃহত্তর এলাকা(লাকেশ্বর পূর্বপাড়া,পশ্চিমপাড়া,মাঝপাড়া,বড় পলির গাঁও,ছোট পলির গাঁও,খিদ্রা,গোপান নগর,গজাইল,সাতপাড়া-সদরপুর) যাত্রীরা প্রতিবাদ সভা করে এবং ছাতক ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করে।
ভোক্তভোগী যাত্রী আব্দুল বারী বলেন,আমাকে ৩৫ টাকার জন্য জোরজবরদস্তি করা হয়,এমনকি গাড়ি থেকে মালপত্র নামিয়ে দেয়া হয়।মাস্টার ফরিদ মিয়া বলেন,আমাকে ৩৫ টাকার দেবার কথা বলা হয়,আমি দিতে অস্বীকার করি,কারণ ভাড়া ৩০ টাকা।কিন্তু ৩৫ টাকা না দিলে রাস্তায় চলাচল করতে দিবে না-বলে হুমকি দেয়া হয়।

এসব যাত্রী হয়রানীর বিরুদ্ধ ছাতকের লাকেশ্বর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সাজলুজ্জামান দুদু-এর পরিচালনায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি হারিছ আলী,এ সময় উপস্হিতি ছিলেন লাকেশ্বর বাজার কমটির সাধারণ সম্পাদক লিলু মিয়া,ফিরুজ আলী মেম্বার,আপ্তাব আলী, ৬ ন. ওয়র্ড মেম্বার নোয়াব আালী,মাস্টার আমির আলী,,হাজি রইছ আলী,মসব আলী,চাঁদ মিয়া, জমশেদ আলী,মনির মিয়া,ইরন মিয়া,খলিলুর রহমান,আলা মিয়া মেম্বার,মাস্টার আব্দুল আওয়াল, আনছার আলী প্রমুখ।
এ সময় এলাকারবাসীর পক্ষ থেকে সিএনজি ডাইভারদের দৌরাত্ম্য ও হয়রানীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইউএনও, জেলাপ্রশাসকসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

গোবিন্দগঞ্জ সাদাপুরের মুখ অটো রিকশা শ্রমিক সভাপতির সাথে বারবার যোগাযোগা করেও কথা বলা সম্ভব হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com