মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Logo
শিরোনাম :
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ওসমানী নগরে এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে জুতা মিছিল সিলেট জেলা পরিষদের নির্বাচনে আলোচনায় ‘কয়েস’ গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয়ে এনামুল কবিরের অপকর্ম সিলেটে তালামীযের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত “২৪ বছরে লংলা আধুনিক ডিগ্রি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত” কুয়েত প্রবাসী ৩ সংবাদকর্মীদের একান্ত মতবিনিময় ফেঞ্চুগঞ্জে আল মাহাব্বাহ হাফিজিয়া মাদরাসা ও মসজিদ উদ্বোধন ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মেম্বার প্রার্থী জনি আলোচনায় গোলাপগগঞ্জে সাংবাদিক রাসেলের পরিবারকে প্রাণনাশের হুমকি: থানায় জিডি রাজনগরে স্বামীর হাতে স্ত্রী খুন দারুল কিরাত কার্ডিফ জালালিয়া মসজিদ শাখার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান নাবিন রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের উদ্যোগে চা শ্রমিকদের অর্থ বিতরণ এসএমপি কমিশনারের সাথে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছাতকে প্রধানমন্ত্রীকে আওয়ামীলীগ নেতার ভারত চলে যাওয়ার পরামর্শ 

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মহানবি হযরত মোহাম্মদ(সা.)এর প্রতি নূপুর শর্মার কটূক্তির প্রতিবাদে ছাতকের ছৈলা আফজলাবাদ ইউপি ৪ নম্বার ওয়ার্ডে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সভায় সর্বদলীয় লোকের সমাবেশ হয়। এ সময় ৪ নম্বার ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান  মুস্তফা প্রধানমন্ত্রীকে ভারত যেতে বলেন।মস্তফার যে ভিডিও ভাইরাল হয়েছে তার কিছু অংশ হুবহু তুলে ধরা হলো।

“নূপুর শর্মা কটূক্তি করি যে খতা(কথা) আমাদের নবিরে আমরা মুসলমান হিসাবে বরদাশ করার নায়।আমরা হাঁসি(ফাঁসি)চাই। এর বাদে এবং আমাদের যে নেত্রী বেগম হাসিনা বেগমরে আমি অনুরোধ করি জানাইতে চাইরাম ও খতা ঐ ৫০টা দেশে নিন্দা জানাইছে। তুমি হাসিনা কি আমরার দেশের মানুষের দরকার নায়নি? যদি দরকার মনে করইন আপনে নিন্দা অতি তাড়াতাড়ি জানাওকা(জানান),যদি জানাইন না আপনে ভারতে চলে যান,নূপুর শর্মাদের লগে আপনে বইরানীত্তা(বান্ধীত্তা) করো,আমরার(কুন্তা) যায়-আসে না,ই ব্যাপারে আমার নেত্রীর দরকার নাই।

এ ব্যপারে ছৈলা আফজলাবাদ ইউপি সভাপতির গোলাম মস্তফার রনির ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো।
আমরা মুসলমান,
নবী প্রেম সবার মাঝে আছে।
মহানবী হযরত মোহাম্মদ সাঃ এর উম্মত আমরা।মহনবীকে নিয়ে যে বা যারা কুটুক্তি মন্তব্য করবে তা বরদাস্ত করা হবেনা, তার বিরুদ্ধে সাথে সাথেই এ্যাকশন হবে এবং তিব্র প্রতিবাদ হবে।যদি সরাসরি প্রতিবাদ করতে না পারি,মন থেকে ঘৃণা করি,প্রতিবাদ করি।বাংলাদেশে একটা সমস্যা সব বিষয়কে রাজনীতিক ভাবে নিয়ে একদল আওয়ামীলীগ দলকে ধর্ম বিদ্বেষী মনে করে যা মোটেও কোন গ্রহণ যোগ্যতা নেই। আওয়ামীলীগ সমর্থন করে যারা তারাও মুসলাম+বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে। এই ১৫ বছরে যারা অন্য দল থেকে আমদানি হয়েছে তাদের অন্তরে তাদের দলের জয়গান হবেই এটা স্বাভাবিক।তবে দলের সবচেয়ে বড় ক্ষতি করতেছে দলের বড় আওয়ামীলীগার যারা নিজের মানুষ খোঁজতে গিয়ে জামাত-বি এন পি মানুষকে দলে এনে বিভিন্ন ওয়ার্ড/ইউপি পর্যায়ে দিতেছে।ছৈলা আফজলাবাদ ইউ/পি লজ্জাজনক এবং কলংকিত ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ কমিটি।যাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে সে নিজেই ভাল করে দলের নাম/সভানেত্রীর নাম বলতে পারেনা বুঝে না বুঝে মন্তব্য করতেছে নেত্রীকে নিয়ে।এমন অভিভাবক আওয়ামীলীগ আমরা চাইনা যারা দলকে কলুষিত করছে।ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে উপজেলার শীর্ষ নেতার উপস্থিতিতে এবং উনার নিজের লোক দেখে দেখে কমিটি দিয়েছেন।যারা উনার কমান্ড বুঝে না বুঝে জ্বি জনাব বলতে পারবে তাদের তে অন্তর্ভুক্ত করেছেন।৫নং ওয়ার্ডের সভাপতি জামাত থেকে আমদানিকৃত প্রডাক্ট।তাছাড়া ইউ/পি কমিটিতে জাতীয় পার্টি/বিএনপি থেকে আগতদের কমিটিতে জায়গা হয়েছে অথচ যারা তৃণমূল আওয়ামীলীগ তাদের জায়গা হয়নি।এই বদনাম কি উপজেলার শীর্ষ নেতা নিবেন?আমি অত্র ইউ/পির একজন বাসিন্দা ও আওয়ামীলীগ সমর্থিত হিসাবে এসব মেনে নিতে পারিনা।
দলকে মুক্ত করুন,নিজের মানুষ বাড়ানোর জন্য দলে হাইব্রিড-আগাছা এনে ঢুকিয়ে দলকে দূষিত করবেন না।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd.com