বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া লাকেশ্বর বাজার(ছাতক)আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত লাকেশ্বর বাজারে মিলাদুন্নবী(সা.)পালিত হয়।প্রধান অতিথি ছিলেন আল্লামা ছাহেব ক্বিবলার(রাহ.)-র নাতি, মাসিক পরওয়ানার সম্পাদক মাও. রেজওয়ান আহমদ চৌধুরী ফুলতলী,প্রধানবক্তা মাও. হাফিজ আবুল ফজল ত্বোহা,বিশেষ অতিথি লাকেশ্বর দাখিল মাদ্রাসার সুপার মাও.আজিজুর রহমান,হাফিজ গিয়াস উদ্দীন,সভাপতি আনজুমানে আল ইসলাহ ছৈলা আফজলাবাদ ইউপি শাখা,আব্দুল মুক্তাদির ফয়জুল,সভাপতি তালামীযে ইসলামীয়া দক্ষিণ ছাতক।
প্রধান অতিথি মাওলানা রেজওয়ান আহমদ বলেন,”রাসূলের প্রতি ঈমান ও মহব্বতের নামই ঈমান।রাসূলের প্রতি ভালোবাসা ব্যতিত কেউ পূর্ণ ঈমানদার হতে পারে না।প্রকৃত মুসলমান হিশাবে রাসূলের সিরাত বেশি বেশি পঠনপাঠন প্রয়োজন।
সভায় আরো উপস্হিত ছিলেন এলপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা হারুনুর রশিদ,মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজলুজ্জামান (দুদু),মাওলানা খলিলুর রহমান,মাওলানা ছলিম উদ্দীন,মাওলানা কদরুল ইসলাম,ছাত্রনেতা সুহেল তাজ,ছাত্রনেতা হুছাম উদ্দীন জামিল,হাফিজ উদ্দীন,কলিম উদ্দীন প্রমুখ।উক্ত মাহফিলে
মুহাম্মদ ইসলামুল হকের সঞ্চালনায়,লাকেশ্বর বাজার আঞ্চলিক শাখার সভাপতি নাসিম আহমদের সভাপতিত্বে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়।