ছাতকের ১২ ন. ছৈলা আফজলাবাদ ইউপি-র ছৈলা গ্রামের শিক্ষিত তরুণ উদ্দ্যোক্তা কুতুবুর রহমান এক সময়(খণ্ডকালিন)শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।ছাত্র-ছাত্রীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন।হঠাৎ মাথায় বুদ্ধি এল নতুন কিছু করার।নিজ ও দেশের অর্থনীতি অবস্হা বিবেচনা করে চাকুরি ছেড়ে তরমুজ চাষ শুরু করেন। এ বছর অধুনিক প্রদ্ধিতে ৩৩ শতাংশ জমিতে ৪০ হাজার টাকা খরচ করে প্রাশ ১৩০০ গাছ রোপন করেন।মাত্র ৮৫ দিনের মাথায় সুফল পেতে থাকেন।সবকিছু ঠিকঠাক থাকলে ২০/২৫ রজমানের দিকে তরমুজ বিক্রি শুরু হবে।এবার ২-৩(দুই-তিন) লক্ষ টাকার তরমুজ বিক্রি করার কথা।সরজমিনে গিয়ে দেখা যায় তিনি তরমুজের পাশাপাশি শশাও রোপন করেন।শশা প্রতিদিন ৩/৪চার মণ বিক্রি করেন।কতুবুর রহমান বলেন,আমরা যে টাকা খরচ করে প্রবাসে যাই তার অর্ধেক টাকা যদি চাষাবাদে খরচ করি তাহলে দু’তিন মাসে মিডিলইস্টের এক বছরের ইনকাম সম্ভব,কিন্তু দুঃখের বিষয় শিক্ষিত লোকজন লজ্জায় এ পেশায় আসতে চায় না,মানুষ কৃষক বলে বিধায়।