ছাতকেরর গোবিন্দগঞ্জ টু লাকেশ্বর বাজার সর্বাত্মক যাত্রী ধর্মঘট চলছে।অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে এ ধর্মঘট চলছে।খোঁজ নিয়ে জানা যায় মাত্র ৭ কিলোমিটার সিএনজি রাস্তা ভাড়া ৩৫ টাকা আদায় করা হয়।সরকারি বিধি মোতাবেক ১২.২৫ পয়সা ভাড়া।গত ১১/০৬/২১ ই.তারিখে যাত্রী ও শ্রমিক দফায় দফায় বৈঠকে ৪০ টাকার ভাড়া ৩০ টাকা নির্ধারিত হয়।
কিন্তু গত শনিবার থেকে কাউকে না-জানিয়ে ড্রাইভাররা ৩৫ টাকা আদায় করে।যাত্রীরা বেশি টাকা দিতে অস্বীকার করলে জোর করে আদায় করে এবং হুমকি-ধমকি দেয়া হয়।ভোক্তভোগী যাত্রী আব্দু্ল বারী,ছুরাব আলী ও মাস্টার ফরিদ মিয়া এমনটা বলেন।অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে লাকেশ্বর পূর্বপাড়া,মাঝপাড়া,পশ্চিমপাড়া, বড় পলির গাঁও,ছোট পলির গাঁও,খিদ্রা,গোপান নগর,আনন নগর,গজাইল,কহল্লা, ছৈলা ও বুরাইয়ারর যাত্রীর ধর্মঘট করে।
সরজমিনে লাকেশ্বর বাজার সিএনজি স্ট্যান্ডে গিয়ে দেখা গাড়ি চলাচল বন্ধ।ড্রাইভাররা কথা বলতে নারাজ।যাত্রীও নেই।
লাকেশ্বর বাজার স্ট্যান্ডের ম্যানাজার আবু হাছনাতে সাথে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি না।
Jalalabad/5799