গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের অন্তর্ভুক্ত ৫নংওয়ার্ডের অধিবাসী কদমতলা গ্রামের রাস্তার বেহাল অবস্থার জন্য এলাকার মানুষের জীবন জরাজীর্ণ।
কয়েক হাজার লোকের বসবাস এই গ্রামে। রাস্তার বেহাল অবস্থার জন্য দুর্ভোগে রয়েছেন এলাকার জনসাধারণ। রাস্তার খারাপ পরিণতির জন্য জনবহুল একটি এলাকা এতিমের মতো নিরুপায় হয়ে আছে।
বর্ষাকালে ছাত্র ছাত্রীদের যাতায়াত খুব কষ্টকর হয়ে দাঁড়ায়।
এলাকার সচেতন নাগরিক হাফিজ আনছার৷ আহমদ তার ফেসবুক আইডি থেকে এক বিবৃতিতে জানান, গ্রামের মানুষ দীর্ঘদিন যাবত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্টানসহ অন্যান্য বহুবিদ সমস্যায় নিপতিত ছিল। বিগত দিনে এই ইউনিয়নের অন্য গ্রামের তুলনায় কদমতলা গ্রামের রাস্তাঘাটের অবস্তা অত্যন্ত করুণ। এই গ্রামের পাশ দিয়ে ১/কচুয়ারপার দ্বারিয়ারপার দ্বারিকান্দি ও কদমতলা এর ছাত্র ছাত্রী শিক্ষা প্রতিষ্টানে যাতায়াত অনেক কষ্টকর ছিল।কয়েক বছর ধরে যাতায়াত ব্যবস্তা কিছু অংশ রাস্তা উন্নতি হয়েছে।
কিন্তু বর্তমানে রাস্তার বেহাল অবস্তার কারণে কচুয়ারপার দ্বারিয়ারপার ও কদমতলা গ্রামের পূর্ব দিকের ছাত্র/ ছাত্রী স্কুল কলেজ ও মাদ্রসায় যাতায়াতের অসুবিধায় ভুগছে ।
তিনি তার বিবৃতিতে জানান যে, দুঃখের বিষয় হলো অন্যান্য গ্রামের রাস্তাঘাট উন্নতি হচ্চে যে ভাবে তেমনি এই রাস্তা সংস্কার হওয়া উছিত ছিল।
তাই, সংশিষ্ট কর্তৃপক্ষেকে এ রাস্তার ব্যাপারে বিশেষ দৃষ্টি দেয়ার জন্য অনুরোধ করছি।
দেশ যখন ডিজিটাল পরশে উন্নতির শিখরে আরোহন করছে।
তখন, জনসাধারণের এসব কষ্ট লাগবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি একান্ত প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় মেম্বার জানিয়েছেন, বাজেট পাশ হলে কাজ শুরু করা হবে।