গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী আর নেই (ইন্না-লিল্লাহ…. রাজিউন)। শনিবার রাত ১২টা ২০মিনিটের সময় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ইকবাল আহমদ চৌধুরীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ।
ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাধ্যর্ক জনিত ও বিভিন্ন রোগী ভুগছিলেন। শনিবার দুপুরে শারিরীক অবস্থা অবনতি হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে রাখা হয়। মরহুমের জানাজার নামাজের সময় এখনো নির্ধারন করা হয়নি।