মস্তিষ্কে গুলিবিদ্ধ হয়ে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যার প্রতিবাদে গভীর রাতে রাজপথ দখলে নেয় ছাত্রদল।
বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে নগরীর কোর্ট পয়েন্টে থেকে বিক্ষোভ মশাল মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনারের নেতৃত্বে মিছিল বের করা হয়।
মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।