ফেঞ্চুগঞ্জ মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
‘কোন ষড়যন্ত্রই কুরআন শিক্ষার বাধা হতে পারবে না- মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি বাজারে মুসলিম ছাত্র সমাজ আয়োজিত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
২ এপ্রিল শনিবার বাদ আছর মিছিলটি পালবাড়ি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে পথসভার আয়োজন করা হয়।
পথসভায় পালবাড়ি হযরত শাহজালাল র. মসজিদের খতিব মাওলানা জয়নুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রনেতা সৈয়দ এহসানুল হাসানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল।
তিনি বলেন – এদেশ ওলী আউলিয়াদের উত্তরসূরীর দেশ। যে দেশে ৯০ শতাংশ মুসলমান বাস করে সেখানে পশ্চিমা শিক্ষার বিস্তার ঘটাতে গিয়ে ইসলামের ক্ষতি মুসলমানরা মেনে নেবে। পবিত্র রমজান মাসে আমাদের শিশুরা এমনকি বয়স্করা সহিত কুরআন শিক্ষার সুযোগ পায় আল্লামা ফুলতলী র. খেদমত দারূল কিরাতের মাধ্যমে। কিন্তু এর পরিবর্তে স্কুল কলেজ সরকার রমজান মাসে খুলে দিয়ে ইসলামের ক্ষতি করতে চাইছে।
তিনি দাবি করেন অবিলম্বে জরুরি বৈঠক ডেকে সরকারকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন – মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আফতাব উদ্দিন, কচুয়া বহর আঞ্চলিক শাখার সভাপতি আশরাফুজ্জামান রাহাত, সম্পাদক জুনেদ আহমদ, পশ্চিম ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি রায়হান আহমদ। হযরত শাহ: এতিমখানা হাফিজিয়া মাদরাসার ছাএ আল-আমিন, মারুফ, প্রমুখ।