কেন বারবার আ.লীগ তরুণদের বেচে নিচ্ছে | সম্পাদকীয় কলাম
ঘটনা উত্তাপে উত্তালে। একজোড়া নয় ১২ জোড়া ছিল। তাও আবার ৩ উপজেলা মিলে। সবাই ছিলেন এক এক কান্ডারী। অবশেষে উত্তাল হল দক্ষিণ সুরমা আর হতাশার নাম ফেঞ্চুগঞ্জ আবার ভরসা পায়নি বালাগঞ্জ।
ফেঞ্চুগঞ্জ থেকে কেউই গত একযুগে উঠে আসতে পারেননি। তা কেন? দলীয় কোন্দল হোক বা অন্যকিছু।
বারবার কেন তরুণদের উপর আস্থাশীল শেখ হাসিনা। উদাহরণ য়ো গত জাতীয় নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী বাছাই এবং মন্ত্রীপরিষদ গঠনের মধ্যে আমরা বুঝতে পেরেছি।
আওয়ামীলীগ কি চায়?
আগামী জাতীয় নির্বাচনে অর্থাৎ ২০২৩ এ বিএনপি শেষ নিঃশ্বাস নিয়ে মাঠে নামবে। হয় জিতব নয়ত শেষ হব। এই আন্দোলন ঠেকাতে বর্তমানে বাংলাদেশের প্রতিটি এলাকায় ত্যাগী ও কর্মী সৃষ্টিকারি মানুষ দরকার। সে কারণেই আ.লীগ বারবার বেচে নিচ্ছে তরুণদের। এই কারণ শুধু জয়ী হওয়া বা মাঠ দখলের নয়! ১৫ বছরের রাজনৈতিক অধ্যায় যেন আরও বাড়ানো যায় সেইদিকে ইঙ্গিত করছে আ.লীগ। বাস্তবতা সামনেই রয়েছে…