মৌলভীবাজার জেলা, কুলাউড়া উপজেলার, হাজীপুর ইউনিয়ন যুব পরিষদ আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতা মূলক সম্পন্ন হয়েছে। প্রায় ২ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রধান করা হয়।
অদ্য ৩০ জুন ২০২১ খ্রিঃ রোজ বুধবার,
সকাল ১১:০০ থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত,
স্থানঃ পীরের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
হাজীপুর ইউনিয়ন যুব পরিষদের সভাপতি জুবায়ের আহমদ জুবেল এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক মোহাম্মদ রেজা খান এর পরিচালনায়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়াডের সাবেক মেম্বার জনাব আব্দুল মুনিব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল বাছিত বাচ্চু, সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, ৮ নং ওয়াড মেম্বার জনাব রাজা মিয়া, জনাব আবুল কালাম, জয়নাল আবেদিন, পারভেজ আহমদ, প্রমুখ।
COVID 19 চলাকালীন ফ্রি চিকিৎসা ও কি ভাবে মহামারি করোনা ভাইরাস থেকে নিজেকে সচেতন রাখতে সেসব আলোচনা করা হয়। দুজন জন এম বি বি এস ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা দিবেন। ডাঃ মোঃ আব্দুল মালিক, মেডিসিন বাত ব্যাথা শ্বাসকষ্ট রোগে অভিজ্ঞ। এম বি বি এস (এফ ডি এফ এস ইউ) বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকা, জেনারেল প্রেকটিশনার বি এম ডি সি রেজিঃ নং-১০৩৪৭৫।
চিকিৎসা সেবা দিবেন, ডাঃ সৌমী প্রসুতি ও স্ত্রীরোগে অভিজ্ঞ। এম বি বি এস (জে আর আর এম সি এইচ) জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ জেনারেল প্রেকটিশনার।