মৌলভীবাজার জেলার, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে র্যাবের অভিযানে লক্ষাধিক জাল টাকাসহ সাদেক আলী (২৯) নামে ১ যুবককে গ্রেপ্তার করে র্যাব-৯,। বুধবার দিবাগত রাতে কুলাউড়ার হাজীপুরে ইউনিউনে অভিযান চালিয়ে পীরেরবাজার এলাকা থেকে জাল টাকাসহ সাদেককে গ্রেপ্তার করে র্যাব।
সাদেক আলী বিলেরপাড়ের তজুম্মুল আলীর ছেলে।
র্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) সূত্রে জানা যায়, কোম্পানী কমান্ডার বসু দত্ত চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার দিবাগত মধ্যরাতে পীরেরবাজার এলাকায় এক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হাজীপুর ইউপির পীরেরবাজারস্থ ‘মা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার’ দোকানের সম্মুখস্থ পাকা রাস্তার নিকট থেকে সাদেক আলীকে ১ লাখ ৬০ হাজার ৯ শত জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে র্যাব–৯ সদস্যরা গ্রেপ্তারকৃত আসামি সাদেক আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন মামলা দায়ের করে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উদ্ধারকৃত জাল টাকা সহ সাদেককে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে।