কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজারের ব্যবসায়ী ইন্দ্রজিৎ কুন্দ্র নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইদ্রজিৎ স্টোরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে, ৮ মার্চ (মঙ্গলবার) সকালে দোকান থেকে গলায় গামছা বাধা সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরাদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।চিরকুটের লেখা অনেকটা অস্পষ্ট। সেটি পাঠুদ্ধারের চেষ্টা করছে পুলিশ। তবে চিরকুটের একটি অংশে লেখা- ‘আমার ভাইয়ের সামর্থ্য আছে আমাকে ২ থেকে ৩ লাখ টাকা দেওয়ার, কিন্তু দেয়নি। আমি নিজে বড় ভাইদের কাছে অনেক টাকা পাবো।’
ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ইন্দ্রজিৎ স্টোরের ভিতর থেকে ইন্দ্রজিৎ কুন্দ্র’র লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।