কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ একিদও পুর আলোর দিশারি বহুমুখী সমবায় সমিতির আয়োজন ১৭ই জুন শুক্রবার এলাকার বিভিন্ন মসজিদে চারা বিতরণ করা হয়।
আলোর দিশারি বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ শামিম সঞ্চালনায় ৮নং রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের শুরুতে কুরআনুল কারিমে থেকে তিলাওয়াত করেন হাফিজ আব্বাস আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অবসরপ্রাপ্ত)নুরুল মান্নান চৌধুরী সাহেব বিশিষ্ট সমাজ সেবেক,এস কে লুৎফর রহমান তালুকদার সভাপতি আলোর দিশারি বহুমুখী সমবায় সমিতি জনাব আলতাব হোসেন সহ সভাপতি আলোর দিশারি বহুমুখী সমবায় সমিতি, মোঃ সুরুজ আলী মোঃ হাসিব উল্লা মুরব্বি একিদও পুর জামে মসজিদ,নশা মিয়া মুরব্বি তইব আলী মুরব্বি, হাসুক মিয়া মুরব্বি, কাওছার আহমেদ মহরি সাধারণ সম্পাদক একিদও পুর জামে মসজিদ, গইছ আলী, মাসুক মিয়া,মন্নান মিয়া,আলোর দিশারি বহুমুখী সমবায় সমিতি সহ সাধারণ সম্পাদক মুক্তাদির মিয়া কোষাধ্যক্ষ জালাল আহমেদ প্রচার সম্পাদক বদরুল ইসলাম রনি অফিস সম্পাদক ইমন আহমেদ সদস্য কামরান আহমেদ, লোকমান মিয়া, সনই মিয়া, সাইস্তা মিয়া, মুসলিম মিয়া,সুহেল আহমেদ, সেলিম মিয়া, পুরুক মিয়া,রায়হান আহমেদ, তামিম আহমেদ, সিহাব আহমেদ,জামাল মিয়া, ছনু মিয়া,তিহান তালুকদার,রাহাদ আহমেদ। প্রমুখ।