”
সিলেট সহ সিলেটের মৌলভীবাজার সুনামগঞ্জের অধিকার এলাকা ইতমধ্যে পানিতে প্লাবিত হয়েছে।
বন্যা কবলিত ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন হিউম্যানিটি গ্রুপ অব কুলাউড়া।
বৃহস্পতিবার সকালে কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা ২০১৮-১৯ ব্যাচের উদ্যোগে ও হিউম্যানিটি গ্রুপ অব কুলাউড়া সংস্থার সহায়তায় উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ও সাদিপুরের কয়েকটি পানিবন্দী ঘরে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – সাংবাদিক নুরজাহান তামান্না, তাহমিনা জাফরীন প্রীতি, পিয়াল দেব, বিশ্বজিৎ দেব, সৈয়দ সালমান মোহাম্মদ, এ আর সোহান, বদরুল ইসলাম, নাঈম আহমদ প্রমুখ।
এ সময় তারা বন্যা কবলিত মানুষের জন্য খাদ্য সহায়তা বিতরণ করেন।