জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখা উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল গতকাল শনিবার১৬-এপ্রিল কুয়েত সিটি রাজধানী হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয় ।
কুয়েত জাতীয়পার্টির রাজ্য শাখার সভাপতি মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক হযরত আলী মল্লিক ও সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন খোকনের যৌথ পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল .
কুয়েত ফ্যামিলি ফোরামের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া .
কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ফোরামের সাবেক সভাপতি জিন্নাহ খান , কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশফাক আলী ফেরদৌস .আওয়ামী যুবলীগের আহবায়ক ইমাম উদ্দিন বাদল,বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন প্রকৌশলী ফরিদ আহমেদ, প্রকৌশলী হারুনুর রশিদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রবিউল ইসলাম খান ও প্রচার সম্পাদক আহমেদ আকাশ সহ কুয়েতের বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ।
দোয়া ও ইফতার মাহফিল রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন কুয়েত শাখা LDP’র সভাপতি জাফর আহমদ চৌধুরী, এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা ও জাতির শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা কাউছার আহমেদ।