সিলেট জেলার কানাইঘাট থানাধীন লক্ষী প্রসাদ ইউনিয়নের গড়াইহাই ব্রিজের পাশে মাদকদ্রব্য কেনাবেচার সংবাদ পেয়ে বুধবার (১১ আগস্ট) রাত প্রায় ১১ টার দিকে কানাইঘাট থানার এসআই রামচন্দ্র দেব, এসআই বিকাশ চন্দ্র সরকার এবং এসআই মোশাহিদ মিয়ার সঙ্গীয় ফোসসহ অভিযান পরিচালনা করিয়া আসামি রহিম উদ্দিন(২৫) কে ৬০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ গ্রেফতার করা হয়েছে।
কালীনগর গ্রামের আব্দুল করিমের ছেলে রহিম উদ্দিনের কাঁধে থাকা চটের বস্তা তল্লাশী করে ৬০ বোতল অফিসার্স চয়েজ মদসহ তাকে আটক করা হয়। অটককৃত আসামীর বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। গতরাতে কানাইঘাট থানা পুলিশ ৬০ বোতল অফিসার্স চয়েজসহ এক জনকে গ্রেপ্তার করেছে।