(কোভিড-১৯) করোনার ভয়াল কালো থাবায় জর্জরিত সিলেটবাসী। প্রায় প্রতিদিনই সংক্রমনের রেকর্ড ভেঙ্গে চলছে। প্রতিদিনই হাসপাতালে চিকিৎসার জন্য ছুটছেন আক্রান্তরা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সিলেটে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিইউ, সাধারণ কোন বেড খালি নেই।
সিলেটের বাইরের হাসপাতাল গুলোতে অবশ্য এখনো চাপ কিছুটা হলেও কম বলে জানা গেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্র থেকে।
গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেটের বিভাগের কোভিড চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালগুলোতে গড়ে প্রতিদিন ৩৫ জন রোগী ভর্তি হচ্ছেন। অবশ্য অংকের হিসাবে তা ৩৪ দশমিক ৭১ জন।
০৩ জুলাই থেকে শুক্রবার ( ০৯ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগের হাসপাতাল গুলোতে করোনা আক্রান্ত মোট রোগী ভর্তি হয়েছেন ২৪৩ জন।
এরই মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলার হাসপাতাল গুলোতে মোট ভর্তি আছেন ১৭১ জন। আর সবচেয়ে কম মাত্র ৫ জন ভর্তি আছেন হবিগঞ্জ জেলার রোগী। এক্ষেত্রে তৃতীয় অবস্থানে হাওরাঞ্চল হিসাবে খ্যাত সুনামগঞ্জ। এ জেলার রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। আর মৌলভীবাজারের ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৭।
সিলেট বিভাগীয় স্বস্থ্য পরিচালকের কার্যালয়ের পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গিয়েছে।
জানা গেছে, করোনা বিশেষায়িত সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে শুক্রবার কিছু সাধারণ শয্যা খালি হয়েছিল। তবে সাথে সাথে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে রোগী আসায় এখন আর কোন শয্যাই খালি নেই। এই হাসপাতালে করোনা রোগীদের জন্য ১৬টি আইসিইউ শয্যাসহ মোট ১শ’টি শয্যা রহিয়াছে।