করোনা আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিতের রোগমুক্তি কামনা করেছেন আব্দুল শহীদ কাজল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত করোনা আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী।
তার রোগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগের সভাপতি আব্দুল শহীদ কাজল।
তিনি বলেন, আমি অত্যন্ত দুঃখ পেয়েছি খবরটি শুনে আমাদের সিলেটের রাজনৈতিক অভিভাবক আবুল মাল আব্দুল মুহিত করোনা আক্রান্ত হয়েছেন। আমি তাহার দ্রুত সুস্থতা কামনা করি। এবং মহান আল্লাহর নিকট তাহার রোগমুক্তি কামনা করি।
বিজ্ঞপ্তি