করোনায় প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। প্রতিদিন মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তার ৪ দিনের মাথায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভাঙা হলো আজ বৃহস্পতিবার (১ জুলাই)। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো করোনায় মৃত্যু একশ’র ওপরে। এর আগে ৩০ জুন ১১৫ জন, ২৯ জুন ১১২ জন, আর ২৮ জুন মারা যান ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায় গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।
জালালাবাদ /জুয়েল /৬৭৯৯