সিলেটের ওসমানীনগরে নিজ ঘরে স্কুল শিক্ষিকা তপতী রানী দে’কে (৫০) হত্যা করে আত্মহত্যা করেছে গৃহপরিচারক গৌরাঙ্গ বৈদ্য। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয় অফিসার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওসমানীনগরে দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাওর এলাকার বাসিন্দা ডা. বিজয় ভুষন দের স্ত্রী তপতী রানী দে সোয়াইরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার এক ছেলেও চিকিৎসক। শনিবার বিকেলে স্বামী ও ছেলে প্রাইভেট প্র্যাকটিসে গিয়েছিলেন। এসময় বাসায় কেবল তপতি ও গৌরাঙ্গ ছিলেন।
রাতে বাড়ি ফিরে স্বামী বিজন ভূষন দে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সাড়া পাননি। কেউ দরজাও খুলে দেয়নি। পরে পুলিশে খবর দেয়া হয়। পরে রাত ১২টার দিকে ওসমানী নগর থানার উপ পরিদর্শক নাজমুল হুদার বাসার বাথরুমের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে প্রবেশ করে মেঝেতে তপতী রানী দে’র গলাকাটা মরদেহ ও পাশে গৌরাঙ্গ বৈদ্যর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আরো জানান, ঘরটির ভেতর থেকে দরজা জানাজা লাগানো ছিল। কাজেই, বাইরের লোকের এ ঘটনা ঘটানোর কোন আলামত তারা দেখছেন না। কাজের ছেলে গৃহকত্রীকে হত্যা করে সে নিজে আত্মহত্যা করেছে বলে ধারণা তাদের।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
জালালাবাদ ভিউ /৪৬৮৯