ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর নিবাসী দেশে বিদেশে পত্রিকার সম্পাদক সাংবাদিক নজরুল মিন্টু ভাই, সাবেক ছাত্রনেতা ও বর্তমান শিক্ষক এডভোকেট মনিরুল ইসলাম ভূঁইয়া (টিটু) ভাই, কচুয়া বহর যুবসমাজের আইডল কানাডা প্রবাসী মিটু ভুইয়া ভাই, ইংল্যান্ড প্রবাসী পিন্টু ভুইয়া ভাই এর পিতা প্রবীণ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ ভূঁইয়া (রশীদ আমীন চাচা) গতকাল ১৭ (আগস্ট) মঙ্গলবার রাত ৮:২৫ মিনিটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যকালে উনার বয়স হয়েছিলো ৮৫ বছর!
কচুয়া বহরের কৃতিসন্তান এম ডি হোসাইন ইকবাল – এক শোক বার্তায় উল্লেখ করেন- জনাব রশীদ আমিন ভুইয়া একজন প্রবীন এবং গুনী ব্যক্তি ছিলেন। তার সন্তানেরা আজ সমাজের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। নিঃসন্দেহে তিনি একজন আদর্শবান পিতা। তার সন্তানেরা শিক্ষা,সমাজ, সংস্কৃতি, সাংবাদিকতা সহ দেশে বিদেশে – বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভাল কাজ করে যাচ্ছেন । এছাড়া তিনিও ছিলেন একজন প্রবীন ব্যক্তিত্ব পাশাপাশি সমাজের একজন গুনীজন। হোসাইন ইকবাল উনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়াছেন… এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
বিজ্ঞপ্তি