বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফিজ শাহ হোসাইন মোহাম্মদ বাবু বলেছেন, আত্মত্যাগ – সংযম এবং উত্তম ইবাদতের মাস পবিত্র মাহে রমজান।
এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের সংশোধন করে আল্লাহর নৈকট্য লাভের আশায় প্রত্যেক মুসলিম ব্যক্তিরা আল্লাহর ইবাদত করেন। শুধু রমজান নয় সারা বছরই হচ্ছে মাহে রমজানের মূল শিক্ষা। আল্লাহ যেমন আমাদেরকে সংশোধন হওয়ার জন্য রমজান মাসের মত একটি মাস দিয়েছেন সেই রকম এই রমজান মাসের শিক্ষাকেও আমরা কাজে লাগাতে হবে। সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে পবিত্র মাহে রমজানের শিক্ষা পৌঁছে দিতে।
তিনি আরও বলেন – তালামীযে ইসলামিয়ার কর্মীরা দুর্বার। এই দুর্বার গতিকে আরও এগিয়ে নিতে প্রত্যেক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সেজন্য আসুন আগে নিজেদেরকে এমনভাবে সংশোধন করি যেন এর মাধ্যমে আমাদের মধ্যে খোদাভীতি সৃষ্টি হয়।এর জন্য তালামীযে ইসলামিয়ার কর্মীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, একটি উত্তম আখলাক শুধু আল্লাহর পছন্দ তা নয়। এর মধ্যে আল্লাহ যত নেয়ামত দিয়েছেন তা একটি ইসলামি আদর্শের পরিবার – সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য সহায়ক ভূমিকা রাখে। এজন্য আমাদের সবাইকে উত্তম চরিত্র গঠনের জন্য রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।
তিনি আজ (শনিবার ) ১৭ই এপ্রিল বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ইউনিয়ন শাখা আয়োজিত হাটুভাঙ্গা আলিম মাদরাসা কনফারেন্স হলে ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাইজগাঁও ইউনিয়ন তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি হারুন আহমেদ হিরো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান নূর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আব্দুল্লাহ আল মাওসুফ।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মো. আফতাব উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জায়েদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড আল ইসলাহর সাধারণ সম্পাদক আহমেদ বেলায়েত আলম আছাদ, ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান ফাহাদ, সাংগঠনিক সম্পাদক মো. সোবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম আসিফ, প্রচার সম্পাদক সৈয়দ এহসানুল হাসান, বাহার উদ্দিন আফরোজ, প্রমুখ।