পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেঞ্চুগঞ্জ – দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ সহ দেশ বিদেশে অবস্থানরত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এ্যথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং সিলেট ৩ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ্যডভোকেট আব্দুর রকিব মন্টু।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন – সিয়াম সাধনার মাস রমজান শেষে আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।
আমরা প্রত্যেকে যেন এই ঈদুল ফিতরের শিক্ষা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে যাকাত আদায় করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া যেন হয় আমাদের ঈদের মূল শিক্ষা।
তিনি আরও বলেন – পবিত্র মাহে রমজান শেষে ঈদ আসে। আর এই ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজকে সুন্দরভাবে বিনির্মান করা আমাদের সকলের দায়িত্ব। মানুষের প্রতি ভালবাসা এবং একে অন্যের পাশে দাড়ানো হোক আমাদের ঈদের আনন্দ।
ঈদ মোবারক….