মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ৬নং টেংরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের করতল গ্রামে আব্দুল ওয়াব শাহ্ (রঃ) ঈদগা ময়দানের পূরনর্নিমানে ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন মৌলভীবাজার ৩আসনের এমপি জনাব নেছার আহমেদ।চলতি বছরের ২৪ জুলাই হতে পূণনির্মানের কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানাযায়,১৯৭২ সালের ১০অক্টোবর নির্মিত হয় করতল আব্দুল ওয়াব শাহ্ (রঃ) ঈদগাহ।স্থাপিত কাল থেকে আজ অবধি অত্র এলাকার সকল মুসল্লি এই ময়দানে পবিত্র ঈদের নামাজ সহ সকল প্রকার নামাজ আদায় করে আসছেন।
বিগত মাস তিনেক আগে স্থানীয় মুরুব্বি ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল রাজ্জাক তেরা মিয়া মৌলভীবাজার ৩ সংসদীয় আসনের সাংসদ জননেতা নেছার আহমেদ এর কাছে ঈদগাহ পূননির্মান ও সংস্কারের জন্যে আবেদন করেন।উনাকে সার্বিক সহযোগীতা করেন রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আকমল হোসেন।
আওয়ামীলীগ সভাপতি আব্দুল রাজ্জাক তেরা মিয়ার আবেদনে সাড়া দিয়ে সংসদ সদস্য নেছার আহমেদ ঈদগাহ পূণনির্মানার্থে ৭৫হাজার টাকা সাময়িক অনুদান প্রদান করেন।ম সাংসদ বলেন এই ধর্মীয় স্থাপনায় প্রয়োজনের তাগিদে আমি পূনরায় অন্যকোনো বরাদ্দের চেষ্টা করবো।
ম সংসদ সদস্যের এই বরাদ্দের অর্থ দিয়ে চলতি মাসের ২৪তারিখ পূণর্নিমান কাজের উদ্বোধন করা হয়।উদ্বোধনে উপস্থিত ছিলেন,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল রাজ্জাক তেরা মিয়া, রশিদ মিয়া, রজব মিয়া,মাসুক মিয়া,মজর মিয়া সহ স্থানীয় মুরুব্বিয়ান গন।সেই সময় ঈদগাহ পরিচালনা কমিটি ও উপস্থিত সকল ব্যক্তিবর্গ সংসদ সদস্য নেছার আহমেদকে এই বরাদ্দের জন্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
আওয়ামীলীগ সভাপতি আব্দুল রাজ্জাক তেরা মিয়া বলেন,আমরা মাননীয় এমপি মহোদয়ের উপর সন্তুষ্ট। তিনি যে সর্বদা উনার নির্বাচনী এলাকার অভাব পূরন করেন তারই উদাহরন আমরা প্রতক্ষভাবে উপলব্দি করলাম।আমরা সবাই উনাকে এই বরাদ্দের জন্যে অশেষ ধন্যবাদ জানাই।
জালালাবাদ /৫৭৮৯