দক্ষিণ ফেঞ্চুগঞ্জ আল মাহাব্বাহ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতি ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল আউয়াল কয়েস বলেছেন – রমজান মাসে কুরআন নাযিল হয়েছে। আর এই মাসে প্রতিটি ঘরে ঘরে কুরআনের চর্চা বাড়ানোর জন্য দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আত্মসংযম এবং নিজেকে পরিশুদ্ধ করতে ইলমে কেরাতের ভূমিকা রয়েছে। নামাজে শুদ্ধ তেলাওয়াতের জন্য দারুল ক্বিরাতের ভূমিকা অনেক গুরুত্ব রাখে।
তিনি আজ শুক্রবার ২৭ রমজান দুপুরে দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট মাইজগাঁও আল মাহাব্বাহ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা কেন্দ্রের বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. শাহানুর ইসলাম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির অর্থ সম্পাদক শাহীন আহমদ খান, সমাজসেবক আতিকুর রহমান সুজন, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, সাবেক ছাত্রনেতা সুহেল আহমদ, ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম রাজ্জাক, ইউপি সদস্য ফারুক আহমেদ, মাদরাসার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রমুখ।
অনুষ্ঠানে দারুল ক্বিরাতের শিক্ষার্থীদের উপহার তুলে দেন অতিথিরা।