ইভিএম বিহীন ভোট হচ্ছে বিয়ানীবাজারের ১০ ইউনিয়নে
পাশ্ববর্তী বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ইভিএমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে বড়লেখার ১০ ইউনিয়নের একটিকে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় বিয়ানীবাজারের কোন ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে কি না এ নিয়ে ভোটর;রে মধ্যে আগ্রহ রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম থেকে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলার কোন ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি। পঞ্চম ধাপে হবে কি না সেটি এখনো নিশ্চিত নয়। সিলেট জেলার সবগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররা ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কালাম হোসেন বলেন, বিয়ানীবাজারের ১০ ইউনিয়নের ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করার নির্দেশনা অনুযায়ি প্রস্তুতি নেয়া হচ্ছে। ৯০ কেন্দ্রের ৪২৫ ভোট কক্ষে ভোট নেয়া হবে।