প্রাকৃতিক সৌন্দর্যে নান্দনিক দৃশ্য “আইল অফ উইট”।
আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার, তীরে বাঁধা ছোট বড় শতশত জাহাজ আর নৌ-জান। নান্দনিকতায় ভরপুর আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনের কোমল স্পর্শ (এটি বাংলাদেশের সেন্টমার্টিন ক্ষেত দীপ) আইল অফ উইট। দ্বীপের সৌন্দর্য বর্ণনার ক্ষুদ্র প্রয়াস বালি, পাথর, সগরের ডেউ। জীব বৈচিত্র্যের সমন্বয়ে জ্ঞান আর ভ্রমণ পিপাসূ মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র আইল অফ উইট।
ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে’র (ইউভিইছআর) এর পক্ষ থেকে গত ২৮শে জুন ২০২১ ইং সোমবার সকাল সাড়ে সাত ঘটিকায় পূর্ব লন্ডনে আলতাফ আলী পার্ক থেকে দুটি মাইক্রো নিয়ে যাত্রা শুরু হয় আইল অফ উইট এর উদ্দেশ্যে। যাত্রা পথে আনন্দ উল্লাসে মেতে উঠেন সবাই, নিজের মত করে গেয়ে যান আঞ্চলিক গান আর কৌতুক। সাউতামটন হয়ে লাল ফানেল নামক ফেরি হয়ে নিউর্পোট ‘র আইল অফ উইটে।
উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্যাঙ্কলিন চেইন, ক্লিফ লিফট, ব্রেডিং ডাউন লোকাল নেচার রিজার্ভ, ব্ল্যাকগ্যান চাইন, স্যান্ডাউন সমুদ্র সৈকত সহ নানান দর্শনীয় স্থান।
সমুদ্রের নীল পানিতে ঢেউ হরেক রকমের সামুদ্রিক জল কন্যা তার মাঝে সূর্যের উত্তাপ। দুপুরের খাবার, পরন্ত বিকেলে ফুটবল খেলা সহ নানান আনন্দে মেতে উঠেন
ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে’ সংগঠনের সদস্য বৃন্দ। উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি জাকের আহমদ চৌধুরী , সদস্য বৃন্দের মধ্যে আবু বকর, মাহিদুর রহমান ,শাহান বিন নিজাম,
মুসলিম খান, জয়নাল আবেদিন, মোঃ দেলোয়ার হোসাইন, মোঃ এমদাদুল হক, লায়েক আহমেদ, মোঃ মিফতা উদ্দিন, রাজু আহমদ, এনামুল হক, ইশতিয়াক হোসেন , রায়হান চৌধুরী,বেলাল আহমদ,
হোসেন আলী, মাসুদ আহমদ, ফরিদ ইসলাম, ওহিদ আহমদ, মারুফ আহমদ, তাহমিদ আহমদ, আবুল কালাম, জসিম উদ্দিন, লাকি মিয়া, মোহাম্মদ সাইফুর রহমান, টিপু আহমদ, জাহাঙ্গীর হোসেন, হেলাল আহমদ, শামীম আহমদ, নজরুল ইসলাম, কামরুল ইসলাম চৌধুরী,
মোঃ আরিফুর রহমান, খায়রুল আমিন , তাহমিদ খান, জহুরুল ইসলাম, রুহুল ইসলাম , রায়হান উদ্দিন , রুহুল আমিন, কামরুল ইসলাম, দেলোয়ার হোসাইন প্রমুখ।
সংগ্রহীত. কমিউনিটি নেতা মুসলিমখাঁন এর ফেইসবুক ওয়াল
ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে’র গ্রীষ্মকালীন ট্যুর -২১
রফিকুল ইসলাম মামুন, বার্তা সম্পাদক
প্রাকৃতিক সৌন্দর্যে নান্দনিক দৃশ্য “আইল অফ উইট”।
আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার, তীরে বাঁধা ছোট বড় শতশত জাহাজ আর নৌ-জান। নান্দনিকতায় ভরপুর আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনের কোমল স্পর্শ (এটি বাংলাদেশের সেন্টমার্টিন ক্ষেত দীপ) আইল অফ উইট। দ্বীপের সৌন্দর্য বর্ণনার ক্ষুদ্র প্রয়াস বালি, পাথর, সগরের ডেউ। জীব বৈচিত্র্যের সমন্বয়ে জ্ঞান আর ভ্রমণ পিপাসূ মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র আইল অফ উইট।
ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে’র (ইউভিইছআর) এর পক্ষ থেকে গত ২৮শে জুন ২০২১ ইং সোমবার সকাল সাড়ে সাত ঘটিকায় পূর্ব লন্ডনে আলতাফ আলী পার্ক থেকে দুটি মাইক্রো নিয়ে যাত্রা শুরু হয় আইল অফ উইট এর উদ্দেশ্যে। যাত্রা পথে আনন্দ উল্লাসে মেতে উঠেন সবাই, নিজের মত করে গেয়ে যান আঞ্চলিক গান আর কৌতুক। সাউতামটন হয়ে লাল ফানেল নামক ফেরি হয়ে নিউর্পোট ‘র আইল অফ উইটে।
উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্যাঙ্কলিন চেইন, ক্লিফ লিফট, ব্রেডিং ডাউন লোকাল নেচার রিজার্ভ, ব্ল্যাকগ্যান চাইন, স্যান্ডাউন সমুদ্র সৈকত সহ নানান দর্শনীয় স্থান।
সমুদ্রের নীল পানিতে ঢেউ হরেক রকমের সামুদ্রিক জল কন্যা তার মাঝে সূর্যের উত্তাপ। দুপুরের খাবার, পরন্ত বিকেলে ফুটবল খেলা সহ নানান আনন্দে মেতে উঠেন
ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে’ সংগঠনের সদস্য বৃন্দ। উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি জাকের আহমদ চৌধুরী , সদস্য বৃন্দের মধ্যে আবু বকর, মাহিদুর রহমান ,শাহান বিন নিজাম,
মুসলিম খান, জয়নাল আবেদিন, মোঃ দেলোয়ার হোসাইন, মোঃ এমদাদুল হক, লায়েক আহমেদ, মোঃ মিফতা উদ্দিন, রাজু আহমদ, এনামুল হক, ইশতিয়াক হোসেন , রায়হান চৌধুরী,বেলাল আহমদ,
হোসেন আলী, মাসুদ আহমদ, ফরিদ ইসলাম, ওহিদ আহমদ, মারুফ আহমদ, তাহমিদ আহমদ, আবুল কালাম, জসিম উদ্দিন, লাকি মিয়া, মোহাম্মদ সাইফুর রহমান, টিপু আহমদ, জাহাঙ্গীর হোসেন, হেলাল আহমদ, শামীম আহমদ, নজরুল ইসলাম, কামরুল ইসলাম চৌধুরী,
মোঃ আরিফুর রহমান, খায়রুল আমিন , তাহমিদ খান, জহুরুল ইসলাম, রুহুল ইসলাম , রায়হান উদ্দিন , রুহুল আমিন, কামরুল ইসলাম, দেলোয়ার হোসাইন প্রমুখ।