যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজারের বাসিন্দা সি আর পির একাউন্টেন্ট আয়শা আক্তার লাকি FMAAT আজ সি আর পির (শনিবার) মৌলভীবাজার আশরাফুল – আক্তারুল সেন্টার পরিদর্শন করেন।
এ সময় সেন্টার ম্যানেজার সালা উদ্দিন তাকে নব নির্মিত ভবনের বিভিন্ন সুযোগ সুবিধা দেখান।
পরিদর্শন শেষে আয়শা আক্তার লাকি সেন্টার নির্মাণ পুরোপুরি শেষ করতে মৌলভীবাজারের প্রবাসী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।