আহমদিয়া হুফ্ফাজুল কোরআন পরিষদের (২০২২-২০২৪ সেশনের) কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন::
গতকাল ৩১ জুলাই ২০২২ ঈসায়ী রোজ রবিবার বেলা ৩ঘটিকার সময় বিশ্বনাথ উপজেলার স্হানীয় তালুক জগত পাঠানোরগাঁও মুহাম্মদিয়া হিফজুল কোরআন মাদরাসা হলে আহমদিয়া হুফ্ফাজুল কোরআন পরিষদের (২০২২-২০২৪ সেশনের) কার্যকরি কমিটি গঠন করা হয়েছে:
সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ তাজির উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন অত্র সংগঠনের সহ সভাপতি হাফিজ মুহাম্মদ ফখর উদ্দিন এবং নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন অত্র সংগঠনের সদস্য হাফিজ শাহ মুহাম্মদ রেজাউল করিম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রায়সন্তোষপুর হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হযরত মাওলানা হাফিজ ফখরুল ইসলাম (বড় হুজুর) সাহেব।
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাফিজ লায়েক আহমদ সাহেব, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাফিজ মুহাম্মদ আশিকুর রহমান সাহেব।
উক্ত কাউন্সিল অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে
হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান কে পুনরায় সভাপতি, হাফিজ ফয়েজ আহমদ তালুকদার কে সাধারণ সম্পাদক ও হাফিজ সেলিম আহমদ কাওছার কে পুনরায় সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২০২২-২০২৪ সেশনের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-
সহ সভাপতি হাফিজ তাজির উদ্দিন আহমেদ,হাফিজ ফখরুদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল আউয়াল, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ শামীম আহমদ, অর্থ সম্পাদক হাফিজ ইমাদ উদ্দিন, অফিস সম্পাদক হাফিজ অলিউর রহমান, প্রচার সম্পাদক হাফিজ লায়েক আহমদ, সহ প্রচার সম্পাদক হাফিজ শাহ মুহাম্মদ রেজাউল করিম, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ জুলফিকার আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ সাইদুল হক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হাফিজ মোস্তাক আহমদ, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হাফিজ নাঈম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ আবুল বশর, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ রাকিব মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ আব্দুল মান্নান লাভলু, সহ সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ আতিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ জাবেদ আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ইসলাম উদ্দিন, নির্বাহী সদস্য হাফিজ ইমদাদুল হক ইমন, হাফিজ মাহমুদ আলী, হাফিজ কামরুল হাসান, হাফিজ নাঈম আহমদ, হাফিজ কামরান আহমদ, হাফিজ সায়েম আহমদ, হাফিজ রহিম উদ্দিন, খাইরুল ইসলাম, হাফিজ রেদোয়ান আহমদ, হাফিজ আনোয়ার হোসাইন, হাফিজ তুফায়েল আহমদ, হাফিজ সিদ্দিকুর রহমান।