পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে এবং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নবাসী সহ ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,প্রাকৃতিক দুর্যোগ বন্যায় যদিও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তবুও আমাদের জন্য ধর্মের আনন্দিত বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আযহা। বন্যা কবলিত মানুষের প্রতি প্রকাশ করছি অত্যন্ত দুঃখ ও বেদনা। কিন্তু বার বার আমাদের মধ্যে না আসলেও বছরের দুইটি দিন আমাদের জন্য ধর্মীয় আনন্দের। আমরা যেন বন্যা কবলিত মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পারি সেই প্রত্যাশায় এবারের ঈদ হোক আনন্দের। ঈ দ মো বা র ক।
তিনি আরও বলেন, আসুন আমরা বানবাসী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং তাদের সঙ্গে আমাদের সুখের বার্তা একত্রিত করি। তিনি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।