কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন আলহেরা ইসলামী যুব সংঘ এর উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৯ মার্চ) শনিবার বিকাল ৫ ঘটিকার সময়ে ভবানীপুর দারোগা বাড়ি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ভবানীপুর হযরত ইউসুফ শাহ(রাঃ) মাজার পরিচালনা কমিটির ও ভবানীপুর শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম শায়েখ, পশ্চিম ভবানীপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওঃ আব্দুর রাজ্জাক, মরহুম এ কে এম গোলাম মোস্তফা ট্রাস্টের পরিচালক মাওঃ বদরুল ইসলাম, ভবানীপুর ছি, পি দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক ইলিয়াস আলী, ভবানীপুর ইসলামী আদর্শ সোসাইটির সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, আলহেরা ইসলামী যুব সংঘের সভাপতি মো: রেজাউল ইসলাম শাফি, সিনিয়র সহ সভাপতি ক্বারী আশরাফ আলী সুবেক, সাধারণ সম্পাদক জাহিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সহ প্রচার সম্পাদক শাহিন আহমদ, ভবানীপুর ইসলামী আদর্শ সোসাইটির ভারপ্রাপ্ত অফিস সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সুবেল, প্রমুখ।